বিবিপি নিউজ: দিন দিন বেড়েই চলেছে খরচের সংখ্যা। তাই বাধ্য হয়ে গোটা দেশ জুড়ে ৫০ টি শাঁখা বন্ধ করতে চলেছেন ইয়েস ব্যাঙ্ক। এক ধাক্কায় একাধিক শাখা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সমস্যার সম্মুখীন হতে পারে গ্রাহকেরা। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
ব্যাঙ্কের নতুন ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত কুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, দেশজুড়ে ইয়েস ব্যাঙ্কের ৫০টি শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়া কোনও উপায় ছিল না। গত মার্চ মাসে ব্যাঙ্কের দায়িত্ব নেন প্রশান্ত কুমার। সূত্রের খবর তারপরেই ব্যাঙ্ক পরিচালনার খরচ ২১ শতাংশ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্ট্রাল মুম্বইয়ের ইন্ডিয়াবুলস ফাইনান্স সেন্টারে সদর দফতর রয়েছে ব্যাঙ্কের। খরচ কমাতে সেখানে ইতিমধ্যেই দুটি ফ্লোর ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও দেশের ১১০০ শাখার ভাড়া কম করার ব্যাপারে কথাবার্তা শুরু করা হয়েছে।প্রশান্ত কুমার জানিয়েছেন, ব্যাঙ্কের শাখাগুলির মাসিক ভাড়া কম করার চেষ্টা চলছে। অনেকক্ষেত্রে দুটি শাখা খুব কাছাকাছি রয়েছে। তাদের একটি বন্ধ করে দেওয়া হবে। ব্যাঙ্কের শাখা বন্ধ করে দেওয়ায় কর্মীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। যদীও এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।
