বিবিপি নিউজ: টানা সাত মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ বুধবার ২৮ অক্টোবর থেকে চালু হল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বিমান পরিষেবা। দু’দেশের মধ্যে তিন মাসের জন্য ‘এয়ার বাবল’ চুক্তির অধীনে ফ্লাইট চলাচল শুরু হয়। সপ্তাহে উভয় প্রান্ত থেকে মোট ৫৬টি ফ্লাইট চলবে।
বুধবার সকালে ঢাকা থেকে কলকাতার দমদম বিমানবন্দরের উদ্দেশে একটি ফ্লাইট পরিচালনার মধ্যে দিয়ে বিমান চলাচল শুরু হয়। বৃহস্পতিবার থেকে দিল্লি ও চেন্নাই থেকে ঢাকাগামী বিমান যাতায়াত শুরু হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, কলকাতা, দিল্লি ও চেন্নাইয়ে থেকে মোট ২৮ টি ফ্লাইট ঢাকায় পৌঁছবে। পাশাপাশি ঢাকা থেকে প্রতি সপ্তাহে ২৮টি ফ্লাইট চলবে।
বিমানে ওঠার আগে, দুই দেশের যাত্রীদের যাতায়াতে কোভিড নেগেটিভ টেস্টের রিপোর্ট থাকা বাধ্যতামূলক করেছে সরকার। ভারত থেকে ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিস্তারা ও গোএয়ার। পাশাপাশি বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভো এয়ার পরিচালনা করবে ফ্লাইটগুলো।
