স্বরাষ্ট্রমন্ত্রকের সীলমোহর, যে কোনও ভারতীয় জমি কিনতে পারবেন জম্মু-কাশ্মীরে - BBP NEWS

Breaking

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

স্বরাষ্ট্রমন্ত্রকের সীলমোহর, যে কোনও ভারতীয় জমি কিনতে পারবেন জম্মু-কাশ্মীরে



বিবিপি নিউজ: ৩৭০ ধারা বিলোপের পর, আরও একটি সিলমোহর কার্যকর করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রালয়। এবার যে কোনো ভারতীয় নাগরিক কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে জমি কিনতে পারবেন।  আগে শুধু জম্বু-কাশ্মিরের স্থানীয়রাই জমি কিনতে পারতেন। এবার থেকে শুধুমাত্র কৃষিজমির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকল।স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত খুশি নয় জম্বু-কাশ্মিরের স্থানীয় দলগুলি। 

এদিনকার নির্দেশিকা অনুযায়ী কেন্দ্র জম্বু-কাশ্মিরের ল্যান্ড রেভিনিউ অ্যাক্ট, ১৯৯৬-এর সংশোধন করেছে। ফলে দেশের যে কোনও প্রান্তের মানুষ জমি কিনতে পারবেন এবার ভূস্বর্গে। লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা বলেন যে জমি আইনে এই বদল মেনে নেওয়া যায় না। এবার জম্মু-কাশ্মীরকে যে কেউ কিনে নেবে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তিনি বলেন যে লেহতে ভোট শেষ হওয়ার পরে এই নিয়ম আনা হল। বিজেপিকে বিশ্বাস করে লাদাখিরা এই প্রতিদান পেল বলে তিনি অভিযোগ জানান। পিডিপির প্রেসিডেন্ট মেহবুবা মুফতি বলেছেন যে জনগণের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা এটি। তাঁর অভিযোগ, ৩৭০ ধারা বিলুপ্ত করা, জাতীয় সম্পদ লুঠ করা ও এবার জম্মু-কাশ্মীরকে বিক্রি করার প্রচেষ্টা, সবই কেন্দ্রের পরিকল্পনা ধাপে ধাপে ক্ষমতা হ্রাস করার জন্য। 

Pages