কবে থেকে চলবে লোকাল ট্রেন, স্পষ্ট করলেন কেন্দ্র! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

কবে থেকে চলবে লোকাল ট্রেন, স্পষ্ট করলেন কেন্দ্র!



বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির জেরে বন্ধ লোকাল ট্রেন। ভাইরাস সংক্রমণ এড়াতে লকডাউন পরিস্থিতির পর আনলক পর্বে একে একে সবকিছু স্বাভাবিক করার অনুমতি দিলেও লোকাল ট্রেন চালানোর অনুমতি দিল না কেন্দ্রীয় সরকার। 

আজ, মঙ্গলবার কেন্দ্রের তরফে প্রকাশিত আনলক-৫ গাইডলাইনে নেই লোকাল ট্রেন চালানোর উল্লেখ। ফলে দুর্গাপুজো এমনকী দীপাবলির পরেও লোকাল ট্রেন চলার আশায় জল পড়ছে।  লকডাউনের শুরুতে গত মার্চ থেকে বন্ধ কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন। চলছে শুধু বিশেষ ট্রেন। যাতে যাতায়াত করছেন রেলকর্মীরা। লোকাল ট্রেন বন্ধ থাকায় ক্রমশ বিধ্বস্ত হয়ে পড়ছে কলকাতা লাগোয়া জেলাগুলির অর্থনীতি। এই পরিস্থিতিতে আশার আলো দেখা গিয়েছিল পুজোর মুখে। লোকাল ট্রেন চালানোর জন্য পুজোর আগে তোড়জোড় শুরু করেছিল ট্রেন। কোন বিধি মেনে ট্রেন চলবে তা ঠিক করতে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি দিয়েছিল তারা। ট্রেন চালানোর অনুমতি দিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। কিন্তু লোকাল ট্রেন চালানোর প্রস্তাব খারিজ করে দেয় নবান্ন। এদিন কেন্দ্রের নির্দেশে ৩০ নভেম্বর পর্যন্ত লোকাল ট্রেন চলার আর কোনও সম্ভাবনা নেই। 


Pages