"বঙ্গ ধ্বনির পথে"- পা মেলালেন বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

"বঙ্গ ধ্বনির পথে"- পা মেলালেন বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়


বিবিপি নিউজ: ২৮ ডিসেম্বর সোমবার কুড়ি সালের শেষ প্রান্তে এসে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় নেতৃত্বে দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে রাসবিহারী পর্যন্ত বিশাল সভার "বঙ্গ ধ্বনি পথে" মিছিল আয়োজন করা হয়। বঙ্গ ধ্বনি পথযাত্রা মিছিলে রাজবিহারী কেন্দ্রের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়, অতিন ঘোষ, ৪৬ নম্বর ওয়ার্ডের ব্লক সভাপতি সৌরভ বাসু, এম,আই,সি বৈশ্বনর চট্টোপাধ্যায়, ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর রতন দে, ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা গাঙ্গুলী প্রমুখ এই পথ মিছিলে ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা রাসবিহাড়ী কেন্দ্রের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল বঙ্গধ্বনি মিছিলের পা মেলান কয়েক হাজার কর্মী সমার্থকেরা। 

Pages