করোনা পজেটিভ যুক্তরাষ্ট্র ফেরত ২০ জন ভারতীয়! - BBP NEWS

Breaking

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

করোনা পজেটিভ যুক্তরাষ্ট্র ফেরত ২০ জন ভারতীয়!

 


বিবিপি নিউজ: যুক্তরাষ্ট্রের মারন ভাইরাস করোনার নতুন আক্রমন শুরু করেছে। এর ফলে যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী ভারতীয়রা দেশে ফিরে আসছে। এমন পরিস্থিতিতে সকল যুক্তরাষ্ট্র ফেরত নাগরিকদের পাঠানো হচ্ছে কোয়ারেন্টিন সেন্টারে। সেখানে থাকা তাদের বাধ্যতামূলক করেছে সরকার। পাশাপাশি বিমানবন্দরে তাদের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ফেরত ২০ জন প্রবাসী ভারতীয়র দেহে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ১৪৩৩ জন নাগরিক দেশে ফিরেছেন। অন্যদিকে, যুক্তরাজ্য থেকে দিল্লিতে ফিরে আসা এক মহিলা।  দিল্লির কোয়ারেন্টিন কেন্দ্র থেকে পালিয়ে একটি বিশেষ ট্রেনে করে অন্ধ্র প্রদেশে পৌঁছে যাওয়া হইচই পড়ে গিয়েছে। যদিও ওই অ্যাংলো-ইন্ডিয়ান মহিলার করোনা পরীক্ষা করা হয়েছে মঙ্গলবার। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। 

Pages