ভিন ধর্মে বিয়ে নিয়ে বিজেপি-র বাড়াবাড়িতে বিরক্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

ভিন ধর্মে বিয়ে নিয়ে বিজেপি-র বাড়াবাড়িতে বিরক্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার!



বিবিপি নিউজ: জয়ের পর নতুন আইন এনে ভিনধর্মে বিয়েকে অপরাধের তালিকাভুক্ত করতে বিজেপি-র উদ্যোগ ঘিরে বিহারে সরকার গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই বেসুরো এনডিএ জোট। জেডি(ইউ) দলের সর্বভারতীয় একজিকিউটিভ বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিজেপি-র উদ্যোগ সম্পর্কে বিরক্তি প্রকাশ করলেন। 

এদিন বৈঠকে নীতীশ বলেন, ‘অনেকেই সমাজে ঘৃণা ছড়ানোর কাজ শুরু করেছেন।’ কারও নাম না বললেও তাঁর নিশানায় যে গেরুয়া শিবির, তা গোপন করেননি নীতীশ অনুগামীরা। বৈষম্য হঠাতে দলের কর্মী-নেতাদের সোশ্যাল মিডিয়ায় ঐক্যের বার্তা প্রচারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিহারের অন্যতম উপ-মুখ্যমন্ত্রী রেণুদেবীও বলেন, ‘আমরা ওঁদের (জেডিইউ বিধায়কদের) জোর করে দল বদলে ইন্ধন জোগাইনি। কয়েক জন বিধায়ক যদি দল ছেড়ে বিজেপি-তে আসতে চান, তা হলে আমাদের কী করার আছে।’ অন্য দিকে, বিধানসভা নির্বাচনে মাত্র ৪৩টি আসন পেলেও তাঁকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন নীতীশ কুমার। তিনি বলেন, ‘আর কেউ মুখ্যমন্ত্রী হলেও তা আমাকে প্রভাবিত করবে না। আমার এই পদে থাকার ইচ্ছা নেই। আমি একজন বিজেপি মুখ্যমন্ত্রী চাই এবং এই বিষয়ে সব রকম সহযোগিতা করব।’

Pages