মাঝরাতে ফার্ম হাউসে জন্মদিন সেলিব্রেশনে সালমান খান - BBP NEWS

Breaking

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

মাঝরাতে ফার্ম হাউসে জন্মদিন সেলিব্রেশনে সালমান খান



বিবিপি নিউজ: মাঝরাতে ‌পানভেলের ফার্ম হাউসে জন্মদিন উদযাপন করলেন বলিউডের ভাইজান সালমান খান। এবছর ৫৫-য় পা দিলেন দাবাং খান। জীবনের ৫৫ টি বসন্ত পার করেও আসমুদ্রহিমাচলে লক্ষ তরুণীর মনে রাজ করেন সলমন খান। 

শনিবার মাঝরাতে পানভেলের ফার্ম হাউজে হাজির সাংবাদিকদের অনুরোধে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন সলমন খান ।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভাইজান বলেন- ‘এই বছর কোনও সেলিব্রেশন হচ্ছে না। শুধু আমি আর আমার পরিবার, বাকি কেউ নয়’। তিনি যোগ করেন, ‘আমার কোনও ইচ্ছাই নেই এই ভয়ঙ্কর বছরে জন্মদিন পালন করবার। আশা করছি আগামী বছর আমাদের জীবনে খুশির বয়ে আনবে। সবার সুস্থ থাকুক, সুখে থাকুক এটাই কামনা করি’। 

Pages