মরশুমের শীতলতম দিন আজ, পারদ নামল ১১.২ ডিগ্রিতে - BBP NEWS

Breaking

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

মরশুমের শীতলতম দিন আজ, পারদ নামল ১১.২ ডিগ্রিতে



বিবিপি নিউজ: শীতের আমেজেই কেটেছে বড়দিন। এর পর থেকে পারদ নামতে শুরু করেছে। ফলে বর্ষশেষে জাকিয়ে বসেছে শীত। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানা যায়, এদিন কলকাতায় পারদ নেমে গিয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা এই মরসুমের সবচেয়ে শীততম দিন।

শুধু কলকাতাতেই নয় রাজ্যের অন্যান জেলাতেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। জেলাগুলিতে তাপমাত্রাও স্বাভাবিকের থেকে দু'তিন ডিগ্রি নীচে আছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা একধাক্কায় ১.৫ ডিগ্রি কমে হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত ২১ ডিসেম্বর কলকাতার তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমে গিয়েছিল। তারপর পারদ কিছুটা উর্ধ্বমুখী হলেও বছরের শেষ রবিবার একেবারে কনকনে শীতে কাঁপছে কলকাতা। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও হাঁড়কাপানো ঠান্ডা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে কনকনে ঠান্ডা থাকবে। তাপমাত্রা তেমন না কমলেও গোটা রাজ্যেই ভালোমতোই শীত অনুভূত হবে। সর্বত্রই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে।

Pages