করোনায় আক্রান্ত রাম চরণ, ট্যুইট করে কি‌ বললেন অভিনেতা! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

করোনায় আক্রান্ত রাম চরণ, ট্যুইট করে কি‌ বললেন অভিনেতা!



বিবিপি নিউজ: দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিন অভিনেতা নিজের ট্যুইটার হ্যান্ডেলে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রাম চরণ জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তিনি উপসর্গবিহীন। ফলে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি অভিনেতা আবেদন করেছেন, বিগত কয়েকদিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিল, তাঁরা প্রত্যেকেই যেন নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নেন। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকে যাতে সাবধানে থাকেন, সেই প্রার্থনাও করেন তিনি।

Pages