‘‌তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন’‌, অমর্ত্য সেনকে আক্রমণ দিলীপ‌ ঘোষের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

‘‌তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন’‌, অমর্ত্য সেনকে আক্রমণ দিলীপ‌ ঘোষের



বিবিপি নিউজ: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে  বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনীতির আঙিনায় টেনে নিয়ে আসলেন পদ্ম শিবির। এবার তাঁর ব্যাক্তিগত জীবন নিয়ে আক্রমন করলেন রাজ্যের বিজেপি সভাপতি দীলিপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য, দেশের মানুষের দুঃখ–কষ্টে যিনি নেই তাঁর কাছ থেকে কোনও নীতি কথা নয়। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, ‘‌অমর্ত্য সেন বলেছেন, লাভ জিহাদের মধ্যে জিহাদ থাকতে পারে না। ধর্মান্তরকরণ বিরোধী যে আইন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আছে, তা অসাংবিধানিক। উনি তো তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। তাঁর তো কথা বলার নৈতিক অধিকার নেই। যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, দেশের মানুষের দুঃখ–কষ্টে নেই, তাঁদের নীতি কথা শুনতে আমরা প্রস্তুত নই।’‌ নোবেলজয়ী অর্থনীতিবিদকে ব্যাক্তিগত জীবন নিয়ে এভাবে আক্রমন করায় দীলিপ ঘোষের উপর ক্ষোভে ফেটে পড়েন একাংশ।


Pages