বিক্ষোভরত কৃষকেরা চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছে: বিজেপি বিধায়ক - BBP NEWS

Breaking

রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

বিক্ষোভরত কৃষকেরা চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছে: বিজেপি বিধায়ক

 




বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির আবহে দেশের বেশ কয়েকটি রাজ্যে হানা দিয়েছে বার্ড ফ্লু। ইতিমধ্যেই আরও অনেক রাজ্যকে সতর্ক করেছে। প্রান হারিয়েছে কয়েক হাজার পাখি। এমন পরিস্থিতিতে বিজেপি বিধায়কের মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির রাজপথে কৃষকেরা বিক্ষোভ সমাবেশ করে চলেছেন। একাধিক কৃষক-কেন্দ্র বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। কৃষকদের এই আন্দোলন নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন বিজেপি নেতারা। এবার তাদের সব মন্তব্য তুচ্ছ করে রাজস্থানের বিজেপি বিধায়ক দাবি করলেন,বিক্ষোভের জায়গায় মুরগির মাংস খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর পরিকল্পনা করছে কৃষকেরা।

 উত্তর ভারতের বিভিন্ন প্রান্তেও থাবা বসিয়েছে বার্ড ফ্লু। কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা, গুজরাত এবং উত্তরপ্রদেশে সংক্রমণ ধরা পড়েছে। লাগাতার কাকের মরা কে দিল্লিতেও আতঙ্ক তৈরি হয়েছে। সেখানে নমুনা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে প্রশাসন। তারইমধ্যে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করেছেন রাজস্থানের বিজেপি বিধায়ক মদন দিলাওয়ার।একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, 'কয়েকজন তথাকথিত কৃষক আন্দোলন করছেন। সেই তথাকথিক কৃষকরা কোনও আন্দোলনে যোগ দিচ্ছেন না। বরং ফাঁকা সময় চিকেন বিরিয়ানি এবং ড্রাই ফুটস খাচ্ছেন। এটা বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র।' সঙ্গে যোগ করেন, 'তথাকথিত কৃষকরা দেশের বিষয়ে উদ্বিগ্ন নন। তাঁরা পিকনিক করছেন এবং ভালো ভালো খাবার উপভোগ করছেন।'


Pages