বিবিপি নিউজ: আত্মনির্ভর ভারত গড়তে এবার ভারত সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রথম দেশীয় কারখানা খুলতে চলছে অনলাইন সংস্থা অ্যামাজন। ভারতের বাজারে বেশ কয়েক বছর ধরে ব্যাবসা চালালেও এতদিন ভারতের মাটিতে তাদের উৎপাদনের কোনও শাখা খোলেনি জেফ বেজোসের অ্যামাজন। চিনের উপরে অতিরিক্ত নির্ভরতা কমাতে এবার বিশ্বের ধনীতম ব্যক্তির এই বহুজাতিক ই-পোর্টাল তাদের উৎপাদনের জন্য বেছে নিল ভারতের মাটিকে। এবার ভারতেই উৎপাদিত হবে অ্যামাজনের ফায়ার স্টিক।সংস্থা জানিয়েছে, ভারতে তারা একশো কোটি মার্কিন ডলার বিনিযোগ করবে। এক কোটি ছোট ও মাঝারি ব্যবসাকে নিজেদের সঙ্গে যুক্ত করে মোট হাজার কোটি মার্কিন ডলারের ব্যবসা দিতে চাইছে সংস্থাটি। চেন্নাইয়ে প্রথম কারখানা তৈরি হবে। আমাজন ইন্ডিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল বৈঠক করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের সঙ্গে। তার পরই এই ঘোষণা করা হয় আমাজনের পক্ষ থেকে।
