বিবিপি নিউজ: এবার বীরভূমের দাপুটে তৃনমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন রাজ্যের গেরুয়া শিবির। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে লাগাতার কুরুচিকর আক্রমণ করেন অনুব্রত। তাঁর জেরেই আইনি জটে জড়ালেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
সম্প্রতি বিজেপির আইনি পরামর্শদাতা রাজা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে আইনি নোটিশ পাঠিয়েছেন। সম্প্রতি বিভিন্ন জনসভা থেকে দিলীপ ঘোষের উদ্দেশে কুরুচিকর ভাষায় আক্রমণ শানিয়েছেন অনু্ব্রত মণ্ডল। এছাড়া সর্বভারতীয় এক টেলিভিশন চ্যানেলে বসেও তিনি একইরকমভাবে কুকথা বলেছেন বলে অভিযোগ। আর তার জেরেই এই আইনি নোটিস। যদিও এই নোটিসকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অনুব্রত মণ্ডল। শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের জনসভা থেকে দিলীপ ঘোষকে ‘জানোয়ার’ বলে তীব্র আক্রমণ করতে শোনা গিয়েছিল অনুব্রতকে।
