বিবিপি নিউজ: অবশেষে সন্তুষ্ট মিলতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর। দু'দেশের মধ্যে আলোচনার পরে আস্তে আস্তে সরে যাচ্ছে প্যাংগং সো লেক থেকে চিনা এবং ভারতীয় সেনাবাহিনীর জওয়ানেরা।
লবণাক্ত জলের লেকের উত্তর তীরে ফিঙ্গার ৮-এর শৃঙ্গের দিকে লাগাতার চিনের ভারী গাড়ির সরে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। দু'দেশের শীর্ষস্তরের আলোচনার পর গত বুধবার থেকে প্যাংগং সো থেকে সরে যাচ্ছে ভারত এবং চিন। সেই পিছু হটে যাওয়ার প্রক্রিয়া ১০ দিনের মধ্যেই মিটে যাবে বলে ধরা হয়েছে। তাই আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে দু'দেশের জওয়ানেরা আস্তে আস্তে সরে আসবে। আপাতত যেভাবে দু'দেশই পিছিয়ে যাচ্ছে, তাতে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় সেনার উচ্চপদস্থ আধিকারিকরাও।
