লাভপুর শম্ভুনাথ কলেজের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

লাভপুর শম্ভুনাথ কলেজের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন


বিবিপি নিউজ,রোহিত সেখ: দীর্ঘদিন করোনার পরিস্থিতির জেরে ছিল লকডাউন। এই সময়কালে বিভিন্ন ব্লাড ব্যাংকে দেখা দিয়েছিল রক্তের অভাব। আর এই রক্তের অভাব কে দূর করার জন্য বিভিন্ন জায়গায় চলে ব্লাড ডোনেশন ক্যাম্প।

শুক্রবার লাভপুর শম্ভুনাথ কলেজ উদ্যোগে শম্ভুনাথ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে ৫০ জনের ও বেশি ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছিলেন। রক্তদান কর্মসূচি বিষয়ে কলেজের প্রিন্সিপাল বলেন,  হসপিটাল থেকে আমাদের ছেলে মেয়েদের কাছে প্রত্যেক বছরেই ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য বলে। আমরা প্রত্যেক বছরেই করি এ বছর করোনার জেরে আমরা করতে পারিনি। হাসপাতাল থেকে আমাদের কাছে অনুরোধ করেন আপনারা ছাত্র-ছাত্রীদের নিয়ে একটা রক্তদান শিবির করুন। আমি ছাত্র-ছাত্রীদের কাছে অনুরোধ করি রক্তদান শিবির করা যায় কিনা। প্রস্তাবে ছাত্র-ছাত্রীরা রাজি হয়। আমরা ছাত্র ছাত্রীদের সহযোগিতায় সদর সাব ডিভিশনের সহযোগিতাই কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে রক্তদান শিবির করছি। 

Pages