বিবিপি নিউজ: মাদকদ্রব্য সহ পুলিশের হাতে পাকড়াও হলেন ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেত্রী। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। অভিযুক্ত বিজেপি যুব মোর্চা নেত্রীর নাম পামেলা গোস্বামী। অভিযুক্তের কাছ থেকে কয়েক লাখ টাকার কোকেন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি তাঁর সঙ্গী প্রবীর দে নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার নিউ আলিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পামেলার আবাসনের কাছে গাড়ি থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করে পুলিশ। নিউ আলিপুর থানার পুলিশ তাঁর গাড়ি থেকে প্রায় ১০০ গ্রাম কোকেনের প্যাকেট পেয়েছেন। যার আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।জানা গিয়েছে, হুগলি জেলা বিজেপি যুব মোর্চার পর্যবেক্ষক পামেলা গোস্বামীর বিরুদ্ধে বেআইনিভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিলই। পুলিশ বিষয়টি নিয়ে ওত পেতে ছিল। নির্দিষ্ট খবর পেতেই নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে যাওয়ার সময়ে পামেলার গাড়ির পিছু নেয় পুলিশ। প্রায় আটটি গাড়ি দিয়ে তাঁকে ঘিরে ফেলা হয়। পাশাপাশি তাঁকে যে মাদক সরবরাহ করতেন, সেই প্রবীর দে কেও পুলিশ গ্রেফতার করেছে। জানা গেছে প্রবীরও বিজেপির নেতা বলে পরিচিত। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমন ঘটনায় চাপে পড়েছে গেরুয়া শিবির।
