বিবিপি নিউজ: 'আমি অরাজনৈতিক' রাজনীতি থেকে সরে দাঁড়ানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন বারাসতের তৃনমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। আজ বুধবার একথা জানিয়েছেন। সামনেই বিধানসভা নির্বাচন। শুধুমাত্র অপেক্ষা রয়েছে নির্বাচন কমিশনের দিন ঘোষণার। এমন পরিস্থিতিতে চিরঞ্জিৎ চক্রবর্তীর এমন ঘোষণায় অস্বস্তিতে পড়েছে জোড়াফুল শিবির। প্রসঙ্গত
বছর পাঁচেক আগেও তিনি ভোটে লড়াই করতে চাননি। সেইসময় তাঁকে বুঝিয়ে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। একুশের বিধানসভা নির্বাচন যে কোনও দিন ঘোষণা হয়ে যেতে পারে। তবে এবার আর ভোটে দাঁড়াতে চান না অভিনেতা সাংসদ চিরঞ্জিৎ।
