মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছুঁড়লেন দুষ্কৃতীরা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছুঁড়লেন দুষ্কৃতীরা, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন



বিবিপি নিউজ: মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে  রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছুঁড়লেন দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়।  

 জানা গিয়েছে, বুধবার রাতে কলকাতা আসার কথা ছিল মন্ত্রী। সেজন্য ট্রেন ধরতে নিমতিতা স্টেশনে পৌঁছন তিনি। কনভয় ছেড়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর আহত হন মন্ত্রী। আহত হয়েছেন তাঁর কয়েকজন অনুগামীও। তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই জঙ্গিপুর থেকে বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কে বা কারা তাঁকে লক্ষ্য করে বোমা ছুঁড়ল তা খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

Pages