বিবিপি নিউজ: কেন্দ্রীয় সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে চলা বিক্ষোভে কৃষকদের মৃত্যু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিতর্কে জড়ালেন হরিয়ানার কৃষিমন্ত্রীর জেপি দালাল। শনিবার আন্দোলনরত কৃষকদের মৃত্যু নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন। তাঁদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন ''তাঁরা কি বাড়িতে থাকলে মারা যেতেন না ? তাঁরা বাড়িতে থাকলে, সেখানেও মারা যেতেন। তাঁর এই মন্তব্যের পর মন্ত্রী দালালের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। এই ইশুতে দালালকে একহাত নিয়েছে কংগ্রেসও। তিনি বলেন বিগত ৬ মাসে এক থেকে দুই লাখ লোকের মধ্যে কি ২০০ জন মারা যান না ?'' তিনি আরও বলেন, ''কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, কেউ অসুস্থ হয়ে...নিজেদের কারণেই তাঁরা মারা যাচ্ছেন । তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।''
রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
