বিবিপি নিউজ: ভয়াবহ পথ দূর্ঘটনায় প্রান হারালেন কমপক্ষে ১৪ জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশে। যাত্রীবাহী মিনি ভ্যান-ট্রাকের সংঘর্ষে একই পরিবারের কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। রবিবার ভোরে কুরনুল জেলায় এ দুর্ঘটনায় আহত হন আরো চারজন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসে থাকা তীর্থযাত্রীরা ছিত্তর জেলা থেকে রাজস্থানের আমিরে যাচ্ছিলেন। তখনই অপর প্রান্ত থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটজন মহিলা ও এক শিশু রয়েছেন। নিহত ও আহতরা ছিত্তর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা। তারা আজমির দরগা যাচ্ছিলেন।
