প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের,বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শেষের সম্ভবনা রইল না - BBP NEWS

Breaking

সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের,বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শেষের সম্ভবনা রইল না


বিবিপি নিউজ: অবশেষে আশঙ্কা সত্যি হল। রাজ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।  ফলে বিধানসভা ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার কোনও সম্ভাবনা রইল না। সম্প্রতি প্রাথমিকে প্রায় ১৬,৫০০ শিক্ষকপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ। প্রাথমিক শিক্ষা সংসদের নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতিতে অস্বচ্ছতা রয়েছে বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরিপ্রার্থী। তাদের অভিয়োগ, কোনও মেধাতালিকা বা প্যানেল প্রকাশ না করে শুধুমাত্র SMS করে যোগ্য ব্যক্তিদের তলব করা হয়েছে। যার ফলে কে কত নম্বর পেয়ে চাকরি পেলেন তা জানা সম্ভব হচ্ছে না। এর ফলে নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতির সম্ভাবনাও রয়েছে। এই মামলার প্রেক্ষিতে আজ সোমবার আদালত নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে। সঙ্গে চার সপ্তাহের মধ্যে এব্যাপারে আদালতে হলফনামা জমা দিতে বলেছেন বিচারপতি।

Pages