বিবিপি নিউজ: এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হানা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মানেকা গম্ভীরের বাড়িতে। আজ সোমবার তার বাসভবনে যান সিবিআই আধিকারিকরা। প্রায় আড়াই ঘণ্টা জেরার পর মানেকা গম্ভীরের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। এদিন দুপুরে পঞ্চসায়রের একটি আবাসনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মানেকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল। সেখানে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ নানা বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। প্রায় আড়াই ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য নিয়ে রওনা হয়ে যান আধিকারিকরা। জানা গেছে সিবিআইয়ের ওই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন অ্যাডিশনাল পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক উমেশ কুমার। এছাড়াও দুই মহিলা আধিকারিক সহ ৮ সদস্য। সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা এবং তার শ্যালিকার বিদেশে দুটি ব্যাঙ্ক একাউন্টের সন্ধান পান তদন্তকারী আধিকারিকরা। যার মধ্যে একটি থাইল্যান্ডের অপরটি লন্ডনের বলে সূত্রে খবর। ওই দুটি একাউন্টের বেশ কিছু সন্দেহজনক আর্থিক লেনদেন রয়েছে সিবিআই আধিকারিকদের হাতে। মূলত, সেই সব সন্দেহজনক আর্থিক লেনদেন সম্পর্কেই বিস্তারিত জানতে চান তদন্তকারী আধিকারিকরা।
সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
