মধ্যপ্রদেশে হেলিকপ্টার কিনতে রাষ্ট্রপতির কাছে লোনের আবদার - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

মধ্যপ্রদেশে হেলিকপ্টার কিনতে রাষ্ট্রপতির কাছে লোনের আবদার


বিবিপি নিউজ: সামর্থ্য নেই কিন্তু হেলিকপ্টার কেনার ইচ্ছা। প্রয়োজনের তাগিতে ইচ্ছা জাগলে তা বাস্তবায়ন করতে হয়। তাই রাষ্ট্রপতির কাছে রহস্যময় লোন চাওয়ার মতো আজব আবদার করেছেন এক মহিলা। ঘটনাটি মধ্যপ্রদেশের বরখেদা এলাকায় ঘটেছে। 

 রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে বরখেদা গ্রামের বাসিন্দা বাসন্তী বাঈ হেলিকপ্টার কেনার ঋণ চেয়েছেন। এই ঋণ চেয়ে তিনি যে চিঠি রাষ্ট্রপতিকে লিখেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন, ওই গ্রামে বাসন্তীদেবীর কিছুটা চাষের জমি রয়েছে। সেখানে ফসল ফলিয়ে টেনেটুনে চলে তার। কিন্তু বেশ কয়েক বছর ধরে চাষ করতে পারছেন না এই কৃষক। বাসন্তীর অভিযোগ, প্রতিবেশীর জমিতে থাকা রাস্তার ওপর দিয়ে বাসন্তীকে তার জমিতে যেতে হয়। কিন্তু প্রতিবেশী রাস্তা আটকে রাখায় নিজের জমিতে যেতে পারছেন না। অনুনয়-বিনয় করেও লাভ হয়নি। গ্রাম পঞ্চায়েতেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। তাতেও কোনো সুরাহা হয়নি। স্থানীয় থানাতেও অভিযোগ জানান বাসন্তী। সেখান থেকে তাকে নিরাশ হয়ে আসতে হয়। শেষে তিনি ঠিক করেন রাষ্ট্রপতির কাছে সাহায্য চাইবেন। এরপরেই এক টাইপিস্টের সাহায্য নিয়ে রামনাথ কোবিন্দকে চিঠি লেখেন মধ্যপ্রদেশের বাসন্তী। সে চিঠি রাষ্ট্রপতির কাছে না পৌঁছালেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্থানীয় সংবাদমাধ্যমেও খবরটি ছড়িয়ে পড়ে। এরপরই ঘটনাটির প্রতিক্রিয়া জানান সেখানকার স্থানীয় বিধায়ক যশপাল সিং। তিনি জানান, মহিলার অভিযোগ যদি সত্যি হয় তাহলে অবশ্যই তিনি সুবিচার পাবেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Pages