লাগবে না ই-পাস, সরস্বতী পুজো উপলক্ষে কমেছে কলকাতা মেট্রোর সংখ্যা, দিনভর কেমন পরিষেবা মিলবে? - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

লাগবে না ই-পাস, সরস্বতী পুজো উপলক্ষে কমেছে কলকাতা মেট্রোর সংখ্যা, দিনভর কেমন পরিষেবা মিলবে?



বিবিপি নিউজ: অন্যান্য দিনের তুলনায় আজ সরস্বতী পুজোয় কমছে কলকাতা মেট্রোর পরিষেবা। মঙ্গলবার দিনভর ২১৬ টি মেট্রো। অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময় দুই প্রান্তিক স্টেশন দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে। সপ্তাহে কাজের দিনে দিনভর ২৪০ টি মেট্রো দৌড়ায়। আজ সরস্বতী পুজোর কারণে ২৪ টি কম মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য কাজের দিনের মতো সকাল ৭ টায় দমদম এবং কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছেড়েছে। আর নোয়াপাড়া থেকে প্রথম মেট্রোর দৌড় শুরু হয়েছে সকাল ৭ টা ৯ মিনিটে। একইভাবে শেষ মেট্রোর সময়ও পালটানো হয়নি। রাত ৯ টা ৩০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯ টা ২৫ মিনিটে। মেট্রোর তরফে জানানো হয়েছে, টোকেন দেওয়া হবে না। স্মার্টকার্ড ছাড়া মেট্রোয় ওঠার অনুমতি মিলবে না। লাগবে না ই-পাস।

Pages