IPL-2021: নিলামে কেকেআর-এর ঘরে এল কোন খেলোয়াড় - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

IPL-2021: নিলামে কেকেআর-এর ঘরে এল কোন খেলোয়াড়

 


বিবিপি নিউজ: বৃহস্পতিবার ২০২১ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা IPL-এর নিলামে কেকেআর-এর ঘরে আসলো কোন খেলোয়াড়। দেখে নিন এক নজরে ......

শাকিব আল হাসান: ৩.২ কোটি টাকায় শাকিবকে কিনল কেকেআর। 

এবছর মোট ২৯২ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। তালিকায় রয়েছেন ১৬৪ জন ভারতীয় ক্রিকেটার, ১২৫ জন বিদেশি ক্রিকেটার এবং ৩ জন অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার।

নিলাম শুরুর আগে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানালেন, এবছর আইপিএলের আঙিনায় ফিরে আসছে ভিভো। ফের ইন্ডিয়ান প্রিমিয়র লিগের টাইটেল স্পনসর ভিভো।


Pages