দক্ষিণ আফ্রিকায় হামলায় মৃত বেড়ে ২১২, সুপারমার্কেট গুলোতে খাদ্য সামগ্রী পাহারা দিচ্ছে সেনাবাহিনী - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ জুলাই, ২০২১

দক্ষিণ আফ্রিকায় হামলায় মৃত বেড়ে ২১২, সুপারমার্কেট গুলোতে খাদ্য সামগ্রী পাহারা দিচ্ছে সেনাবাহিনী

 


বিবিপি নিউজ,কাপ্পুন সাহেবা ইব্রাহিম সাহিদ,জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহত বেড়ে ২১২ জনে দাঁড়িয়েছে। একদিনের ব্যবধানে  নিহতের সংখ্যা প্রায় একশ জন বেড়ে গিয়েছে। এদিকে এই হামলা পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

এই ঘটনা গণতন্ত্রের ওপর আক্রমণ বলে বর্ননা করেছেন তিনি। এদিকে দেশটিতে চলা সহিংসতায় লুটপাট দেখা যাওয়ায় সুপারমার্কেট গুলোতে খাদ্য সামগ্রী পাহারা দিচ্ছে দেশটির নিরাপত্তারক্ষী বাহিনীর জওয়ানেরা।


এর আগে কোয়াজুলু-নাটাল প্রদেশের মেয়র জানিয়েছেন, আটশ রিটেইল শপ থেকে  প্রায় একশ কোটি মার্কিন ডলার মূল্যের সামগ্রী লুট হয়ে গেছে।

দেশটির মন্ত্রী খুম্বুদজো নসহাভেনি এক সংবাদ সম্মেলনে বলেন, সহিংসতার কেন্দ্রস্থল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কাওয়াজুলু নাটাল (কেজেডএন) প্রদেশ, বেশির ভাগ মৃত্যুর ঘটনা এখানেই ঘটেছে। তবে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তিনি আরো জানান, কাওয়াজুলু-নাটালে আরো ১৪৮৮টি হামলার খবর পাওয়া গেছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। 


প্রদেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২ হাজার ৫৫০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। বিগত এক সপ্তাহে রাজধানীর জোহানেসবার্গে ৫৬টি হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। দেশটির সরকার বলছে, ক্ষতিগ্রস্ত এলাকার হামলার বিস্তার রোধে ২৫ হাজার সেনা সদস্য পাঠানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকায় প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ডের প্রতিক্রিয়ায় উদ্ভব হওয়া বিক্ষোভ গত সপ্তাহে গণ-অসন্তোষে রূপ নেয়। এর সঙ্গে যুক্ত হয় বেকারত্ব, বিদ্যুৎ বিভ্রাট ও কোভিড ব্যবস্থাপনায় ব্যর্থতার প্রতিবাদ। বিক্ষুব্ধরা বিভিন্ন শহরের দোকান-পাট, শপিং মলে লুটতরাজ এবং ফ্যাক্টরি ও ওয়ারহাউজে আগুন লাগিয়ে দেয়। 

Pages