সাঁতরাগাছি ব্রিজের রোলিং ভেঙে খালে পড়ল ট্রাক, নিখোঁজ চালক, খালাসী - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ জুলাই, ২০২১

সাঁতরাগাছি ব্রিজের রোলিং ভেঙে খালে পড়ল ট্রাক, নিখোঁজ চালক, খালাসী



বিবিপি নিউজ: শনিবার সাত সকালে বড়সড় দূঘটনা  সাঁতরাগাছি ব্রিজের উপর। কলকাতা থেকে ধূলাগড় গামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোলিং ভেঙে পড়ল খালে। এই ঘটনায় নিখোঁজ গাড়ীর চালক ও খালাসী। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। দুটি ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার কাজ চলছে। দূঘনটনার জেরে কোনা এক্সপ্রেসওয়েতে জানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানিয়েছেন, এদিন ভোর ৪ টে নাগাদ ধূলাগড় গামী ওই মালবোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রোলিং ভেঙে খালে পড়ে।  

Pages