Corona Third Wave: আছড়ে পড়ছে তৃতীয় ঢেউ,বিশ্বে বাড়ছে মৃত্যুর সংখ্য, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

Corona Third Wave: আছড়ে পড়ছে তৃতীয় ঢেউ,বিশ্বে বাড়ছে মৃত্যুর সংখ্য, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা



বিবিপি নিউজ: গোটা বিশ্বে আছড়ে পড়ছে মারন ভাইরাসের তৃতীয় ঢেউয়। ফের বাড়ছে মৃত্যুমিছিল। এমন পরিস্থিতিতে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু।  বৃহস্পতিবার হু-র প্রধান বললেন, ‘‘দুর্ভাগ্যজনক ভাবে আমরা ইতিমধ্যেই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে গিয়েছি।’’ডেল্টা রূপ নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় বিশ্বের ১১১টি দেশ। হু-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, ডেল্টার বিস্তার আর তার সঙ্গে করোনা বিধি এড়িয়ে যাওয়ার প্রবণতায় বিশ্বের অধিকাংশ দেশে নতুন করে বাড়তে শুরু করেছে সংক্রমণ। বাড়ছে মৃত্যুও।ঊর্ধ্বমুখী এই পরিসংখ্যান দেখেই তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করে হু জানিয়েছে, করোনা ভাইরাস যে ক্রমশ নিজেকে বদলাচ্ছে এবং আরও সংক্রামক রূপ নিচ্ছে, তা ভুলে গেলে চলবে না।হু জানিয়েছে, বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা গত চার সপ্তাহ ধরে নতুন করে বাড়তে শুরু করেছে। হুয়ের নির্ধারিত ছ’টি অঞ্চলের মধ্যে পাঁচটিতেই সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা নজরে এসেছে। টেড্রস বলেছেন, ‘‘কিছু কিছু দেশে টিকার অভাব আর টিকা হয়ে যাওয়া দেশগুলিতে করোনা বিধি মানার গাফিলতিই তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে পৌঁছে দিয়েছে আমাদের।’’


Pages