বিবিপি নিউজ: বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অরণ্য সপ্তাহ পালন করলেন কলকাতা প্রেস ক্লাব। অন্যান্য বছরের মত এবারও প্রেস ক্লাব,কলকাতার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২১ শুক্রবার বিকেল ৩ টেয় ক্লাব প্রাঙ্গণে বন মহোৎসব, বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি, সম্পাদক সহ মেম্বারেরা। এদিন বৃক্ষরোপণের পাশাপাশি চারাগাছ বিতরন করা হয়। প্রেসক্লাবে সদস্যদের রাজ্যের বন দপ্তরের পক্ষ থেকে চারাগাছ উপহার দেওয়া হয়।

