ডব্লিউবিসিএস পরীক্ষার দিন পূব রেলের কাছে বাড়তি ট্রেন চালানোর আর্জি - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ডব্লিউবিসিএস পরীক্ষার দিন পূব রেলের কাছে বাড়তি ট্রেন চালানোর আর্জি



বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে চলছে কিছু স্টাফ স্পেশ্যাল এবং দূরপাল্লার ট্রেন চলছে। এমতাবস্থায় ডব্লিউবিসিএস-এর প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে আগামী ২২ অগস্ট, রবিবার কিছু বাড়তি ট্রেন চালানোর জন্য রেল কর্তৃপক্ষের কাছে আর্জি জানাল ‘পশ্চিমবঙ্গ চাকরি-প্রার্থী মঞ্চ’। পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব রেলের কাছে আবেদন জানিয়ে চিঠি দিয়েছে তারা। মঞ্চের তরফে ইন্দ্রজিৎ ঘোষের বক্তব্য, ‘‘পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখালে যাতে স্পেশ্যাল ট্রেনে উঠতে দেওয়া হয়, সেই অনুরোধও জানিয়েছি আমরা। আশা করি, রেল কর্তৃপক্ষ চাকরি-প্রার্থীদের আবেদন মঞ্জুর করবেন।’’


প্রসঙ্গত, গতকাল বুধবার সাংবাদিক বৈঠক আরও একবার স্পষ্ট করলেন লোকাল ট্রেন চলাচল নিয়ে। গ্রামীণ এলাকায় ঠিকমতো টিকাকরণ হলে তবেই লোকাল ট্রেন চলবে। আগামী ৩১ অগস্ট পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন বন্ধ থাকবে। আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ট্রেন চালুর প্রসঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‌কলকাতা ও তাঁর আশেপাশের এলাকায় টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। এবার গ্রামীণ এলাকাতেও ভ্যাকসিন দেওয়া নিয়ে জোর দেওয়া হচ্ছে। গ্রামীণ এলাকায় ৫০ শতাংশের উপর টিকা দেওয়া না হলে লোকাল ট্রেন চালু করা যাবে না।’‌ কিছুদিন আগেই সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে ঠিকই। কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আছে বলেই এখনই লোকাল ট্রেন চালু করা যাচ্ছে না।


Pages