মাস্ক না পরার মাশুল, দেড় মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

মাস্ক না পরার মাশুল, দেড় মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের



বিবিপি নিউজ: এক ব্রিটিশ নাগরিককে ছয় সপ্তাহের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত। প্রকাশ্যে মাস্ক না পরে করোনা ভাইরাস প্রটোকল ভঙ্গ করায় এই শাস্তি পেলেন বেঞ্জামিন গ্লিন নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। গত মে মাসে ট্রেনে যাওয়ার সময় মাস্ক পরতে অস্বীকৃতি জানানোয় চারটি অভিযোগ ওঠে ওই ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে। তার মধ্যে রয়েছে সরকারি কর্মচারীদের হুমকি ও জনসাধারণের মনে উপদ্রব সৃষ্টি। পরবর্তীতে জুলাইয়ে তাকে আদালতে হাজির করা হয়। এই অভিযোগের শাস্তিই গতকাল বুধবার থেকে কার্যকর করা হলো।


শাস্তি প্রদানের পূর্বে, আচরণ এবং আদালতে মন্তব্যের জন্য বিচারক কর্তৃক মানসিক মূল্যায়নের শিকার হন গ্লিন। বুধবার আদালতে গ্লিন তার ওপর আনা ‘বেআইনি অভিযোগ’ প্রত্যাহার করতে বলেন এবং পাসপোর্ট ফেরত দিতে বলেন যাতে তিনি ব্রিটেনে তার পরিবারের কাছে ফেরত যেতে পারেন। 

করোনা ভাইরাসের ব্যাপারে বেশ কড়াকড়ি নিয়ম-আদেশ জারি আছে সিঙ্গাপুরে। এশিয়ান বিজনেস হাব দেশটিতে কোভিড-১৯ নিয়ম ভাঙলে জেল শাস্তির পাশাপাশি অর্থদণ্ড দেওয়ারও ব্যবস্থা রয়েছে। নিয়ম ভঙ্গের ফলে কিছু বিদেশির কাজের অনুমতিও প্রত্যাহার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে, করোনার নিয়ম তোয়াক্কা করায় সিঙ্গাপুরের আদালত এক ব্রিটিশ নাগরিককে দুই সপ্তাহের কারাদণ্ড দিয়েছিল।


Pages