বার্সায় মেসির ২০ বছরের সম্পর্কের অবসান! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বার্সায় মেসির ২০ বছরের সম্পর্কের অবসান!



বিবিপি নিউজ: বার্সেলোনার সঙ্গে চুক্তি নবীনকরণ হচ্ছে না লিওনেল মেসির। কাতালানার ক্লাবটি  আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ঘোষণা দিয়েছে, মেসি থাকছেন না। এর ফলে অবসান হল মেসি আর বার্সার ২০ বছরের সম্পর্কের। 


বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করতে বেতন অর্ধেক কমিয়ে নিচ্ছেন মেসি - এমন খবর কয়েকদিন আগেই নিশ্চিত করে জানিয়েছিল ইউরোপের সংবাদ মাধ্যমগুলো। কিন্তু বার্সেলোনার আর্থিক জটিলতাই শেষ পর্যন্ত  মেসি আর বার্সার সম্পর্কের ইতি টানল।


গত ৩০ জুন বার্সার সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হয়। জুলাইয়ের মাঝামাঝিতেই এসেছিল মেসির বেতন অর্ধেক কমিয়ে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়নের খবর। কিন্তু সে পথে জটিলতা ছিল, শেষ পর্যন্ত যার সমাধান আর হলো না। বার্সা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, ‘বার্সা এবং লিও মেসির মধ্যে সম্মতি এবং দুই পক্ষের মধ্যে আজ চুক্তি স্বাক্ষর করার পরিষ্কার ইচ্ছা থাকা সত্ত্বেও (স্প্যানিশ লা লিগার নিয়মে আরোপ করা) আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে দুই পক্ষের এই সম্মতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হচ্ছে না।’আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর পর ছুটি কাটিয়ে দুদিন আগে বার্সেলোনা শহরে ফিরেছেন মেসি।  

Pages