ভারীবর্ষণ অব্যহত আজ ও আগামিকাল, সতর্কতা জারি আবহাওয়া দফতরের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ভারীবর্ষণ অব্যহত আজ ও আগামিকাল, সতর্কতা জারি আবহাওয়া দফতরের



বিবিপি নিউজ: আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার দক্ষিণের সব জেলাতেই চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত৷ এর মধ্যে তিনটি জেলায় ভারী বর্ষণের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আজ দুই মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামিকাল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এই তিন জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির সর্তকতা। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় জারি রয়েছে ভারী বৃষ্টির সর্তকতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মালদা ও দুই দিনাজপুর জেলায়। উত্তর বঙ্গোপসাগর লাগোয়া পশ্চিমবঙ্গ উপকূলের উপর ঘূর্ণাবর্তের অবস্থান ও সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এই দুইয়ের প্রভাবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে ভূখণ্ডে। যার জেরেই আগামী তিন দিন রাজ্যজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Pages