বিবিপি নিউজ: বাড়ি থেকে স্বাস্থ্যভবন যেতে অনেকটাই দূর তাই এবার থেকে ১৫ দিন অন্তর এসএসকেএম হাসপাতালে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। আজ বৃহস্পতিবার হাসপাতাল পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালে দাঁড়িয়ে বলেন, ‘প্রত্যেক বৃহস্পতিবার বা ১৫ দিন অন্তর আমরা এখানে বসব। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এখন শিল্প। আর শিল্পের ক্ষেত্রের যা সমস্যা রয়েছে। মেটানোর চেষ্টা করবো। বিনিয়োগ এবং কর্মসংস্থানের ব্যাপারে কথা বলতে একটা বোর্ড গড়েছি। সবাই মিলে বসব। ’এর পর মমতা বলেন, ‘ আমার মনে হয় হাসপাতালটাও আমার জন্য গুরুত্বপূর্ণ একটা জায়গা। স্বাস্থ্যভবনটা যেহেতু যেতে দূর হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ১৫ দিন অন্তর ১০-১২ জনকে নিয়ে আমি এখানে এসে বসব।’মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার ফের SSKM হাসপাতালে আসবেন তিনি। এদিন প্রায় ৩ ঘণ্টা হাসপাতালে ছিলেন মমতা।