‘‌মমতাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই’‌, অসম থেকে উঠল স্লোগান - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

‘‌মমতাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই’‌, অসম থেকে উঠল স্লোগান



বিবিপি নিউজ: একুশের টালমাটাল রাজনৈতিক আবহে গেরুয়া শিবিরককে পরাস্ত করে বিপুল জনসমর্থন নিয়ে ফের বাংলার মসনদে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ভোটে নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির কাছে হেরেও মুখ্যমন্ত্রীর পদে বসেছেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে, দেশ নিজের মেয়েকে চায়, বাঙালি প্রধানমন্ত্রী চাই–সহ নানা কথা। জাতীয় রাজনীতির অলিন্দেও বিরোধী মুখ হয়ে উঠেছেন বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে নেটদুনিয়ায় সওয়াল করেছেন নেটিজেনরা।


 ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেসও। এবার মমতাকে ভারতের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেন খোদ অসমের বাসিন্দার। অসমের রাজৌর দলের নেতা অখিল গগৈ অসম থেকে এই দাবি তুলেছেন। আর এই দাবি তুলতেই শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। কারণ শিলচরের কন্যা একদা কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। তাতে অসম কংগ্রেসে ধস নেমেছে। এবার এক সংবাদপত্রকে অখিল গগৈ বলেন, ‘‌অসমে আগামীদিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট কেমন হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে রাজনৈতিক বোঝাপড়া হলে ভালো হবে। মোদী–শাহের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা উচিত।’‌এদিকে গগৈ দাবি করেছেন, অসমে রাজৌর দলের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে একত্রিত করার প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অসমে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে নির্বাচনী জোটের ভাবনা চিন্তা করা হচ্ছে। সুস্মিতা দেব ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, যে দায়িত্বই দেওয়া হবে তিনি তা যথাযথভাবে পালনের চেষ্টা করবেন। জানা গিয়েছে, অসমের দায়িত্বই তাঁকে দেওয়া হবে। 

Pages