বিবিপি নিউজ: আইসক্রিমের জনপ্রিয়তা বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে। আর গরমে সেই জনপ্রিয়তা আরো অনেকগুন বেড়ে যায়। কিন্তু তাই বলে সোনার আইসক্রিম। শুনতে একটু অবাক লাগলেও। এটাই সত্যি। এবার সোনার আইসক্রিম বানিয়ে রেকর্ড তৈরি করলেন।
সবচেয়ে দামি আইসক্রিমের স্বাদ নিলেন ট্রাভেল ভ্লগার শেনাজ ট্রেজারীওয়ালা। আর তার ছবি নেটমাধ্যমে পোস্ট করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আইসক্রিমের ছবি বেশ জনপ্রিয় হয়েছে। এই আইসক্রিমে রয়েছে মাদাগাস্কারের বিখ্যাত ভ্যানিলা আর এর উপরে ছড়িয়ে দেওয়া হয় ২৩ ক্যারেট গোল্ড ফ্লেক্স।
চাইলে আপনিও মাত্র ৩ হাজার দিরহাম দিয়ে নিতে পারেন এর স্বাদ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭০ হাজার টাকা। তবে আপনাকে যেতে হবে দুবাইয়ে। ২৩ ক্যারেট সোনা দিয়ে বিশেষ এই আইসক্রিম তৈরি করে দুবাইয়ের স্কুপি ক্যাফে।
