পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ উপদেষ্টা অমরজিৎ সিনহা - BBP NEWS

Breaking

সোমবার, ২ আগস্ট, ২০২১

পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ উপদেষ্টা অমরজিৎ সিনহা



বিবিপি নিউজ: ইস্তফা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ উপদেষ্টা অমরজিৎ সিনহা। সোমবার বিহার ক্যাডারের ১৯৮৩ ব্যাচের অবসরপ্রাপ্ত এই আইএএস অফিসার নিজের কর্তব্য থেকে সরে দাঁড়ালেন। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। গত বছর ২১ ফেব্রুয়ারি কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে অমরজিৎ সিনহা এবং পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৩ ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার ভাস্কর খুলবেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁদের কার্যকালের মেয়াদ প্রাথমিকভাবে দু'বছর বা পরবর্তী নির্দেশ জারি না করা পর্যন্ত ছিল। কিন্তু দেড় বছর কাটতে না কাটতেই ইস্তফা দিয়েছেন অমরজিৎ। তবে তাঁর ইস্তফার কারণ স্পষ্ট নয়। 


Pages