বিবিপি নিউজ: গোটা আফগানিস্তান তালেবানদের দখলে হলেও এখনও পর্যন্ত নিজেদের আয়ত্তে আসেনি পঞ্জশির উপত্যাকা। তালেবানেরা হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধের। এরপরে ওই এলাকায় জঙ্গিদের মোতায়েন করছে। তবে এই মুহুর্তেই সরকার গঠন করতে পারছে না তালেবানার। সূত্রের খবর আফগানিস্তানের কিছু জায়গায় স্থানীয়ভাবে প্রতিরোধের মুখে পড়ছে তালেবানরা নতুন সরকার ঘোষণার জন্য ৩১শে অগস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারে।এমনটাই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, আমেরিকার সঙ্গে তাদের কোনও ডিল হয়ে থাকতে পারে। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী পুরোপুরি তুলে নেওয়ার পরই তালেবান সরকার গঠনের কথা ঘোষণা করতে পারে। তালেবানের সঙ্গে কথা বলার পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক আফগান আধিকারিক সংবাদ সংস্থাকে একথা জানিয়েছেন। ওই আফগান আধিকারিকের দাবি, তালিবানের সঙ্গে আমেরিকার একটা ডিল হয়েছে। পুরোপুরি মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ওরা কিছুই করবে না। এদিকে গত ১৫ই অগস্ট থেকেই আফগানিস্তানের দখল চলে যায় তালেবানের হাতে। তখন থেকেই তারা আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে। কিন্তু সরকার গঠনের ব্যাপারে চূড়ান্তভাবে তারা কিছু জানায়নি। এদিকে প্রথম দিকে বলা হয়েছিল আফগানিস্তানের প্রাক্তন মন্ত্রী আলি আহমেদ জালালির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবে। পরে অবশ্য সেই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়। কারণ তালেবান চাইছে পুরো রাষ্ট্রক্ষমতা দখল করতে। এখানে তারা আর কাউকে ভাগ দিতে চায় না। এদিকে জালালিও জানিয়ে দিয়েছিলেন এই ধরনের পদের ব্যাপারে তাঁর কোনও আগ্রহ নেই। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে কোনও সরকার নেই।