পুজোর পর স্কুল খোলার প্রস্তুতি জোরকদমে, শিক্ষকদের টিকাকরণে বাড়তি নির্দেশ নবান্নের - BBP NEWS

Breaking

বুধবার, ২৫ আগস্ট, ২০২১

পুজোর পর স্কুল খোলার প্রস্তুতি জোরকদমে, শিক্ষকদের টিকাকরণে বাড়তি নির্দেশ নবান্নের

 


বিবিপি নিউজ: নবান্নে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুজোর ছুটির পর রাজ্যে স্কুল খুলে যাবে। আর সেজন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সেইমতো শিক্ষক এবং শিক্ষককর্মীদের টিকাকরণের ক্ষেত্রে আরও গতি আনার নির্দেশ দিল নবান্ন। পাশাপাশি রাজ্যের স্কুল গুলোতে স্যানিটাইজারের কাজ শুরু হল।



মঙ্গলবার করোনা ভাইরাসের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। নবান্ন সূত্রে খবর, বৈঠকে শিক্ষক ও অশিক্ষাকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের প্রত্যেক সদস্যকে যাতে দ্রুত টিকা দেওয়া হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃতীয় ঢেউ ভয়ঙ্কর না হলে দুর্গাপুজোর ছুটির পর স্কুল খোলা হবে। স্কুলে করা হবে স্যানিটাইজেশন। তিনি বলেন, ‘‌এই রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংক্রমণ এক শতাংশে নেমে এসেছে। তবে আজ ঠিক থাকলেও আগামিকাল কী হবে, তা নিয়ে এভাবে বলা সম্ভব নয়। সব ঠিকঠাক থাকলে ভাইফোঁটার পরই রাজ্যে স্কুল খোলা হবে।’‌স্কুল খোলা নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই রাজ্যকে যে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে হবে, তা মঙ্গলবারের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যসচিব।

Pages