দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলছে তুরস্কের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, মৃত ৮ - BBP NEWS

Breaking

সোমবার, ২ আগস্ট, ২০২১

দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলছে তুরস্কের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, মৃত ৮



বিবিপি নিউজ: দাবানলের আগুনে দাউ দাউ করে জ্বলছে তুরস্কের দক্ষিণ উপকূলীয় অঞ্চল। এর জেরে অসহায়তার মুখোমুখি হচ্ছে বন্য প্রাণী থেকে শুরু করে কৃষকেরা। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। 


আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে,গত সপ্তাহের শুরুতে ১০০ টিরও বেশি অগ্নিকাণ্ডে কমপক্ষে আটজন প্রান হারিয়েছেন। গ্রীষ্মকালের অধিক তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, তার জেরে আগুন জ্বলছে। সর্বশেষ নিহতদের মধ্যে একটি তুর্কি-জার্মান দম্পতি রয়েছে। যাদের একটি বাড়িতে পাওয়া গেছে। তুর্কি কৃষি ও বনায়ন মন্ত্রনালয়ের মতে, শনিবার অগ্নিকাণ্ডের সঙ্গে লড়াই করে দুই দমকলকর্মী মারা গেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে সারা দেশে ১১১ টি আগুন জ্বলছে, রবিবার পর্যন্ত তিনটি ভিন্ন শহরে ছয়টি আগুন জ্বলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলে পাঁচটি প্রদেশের অংশ কে "দুর্যোগ অঞ্চল" ঘোষণা করেছেন, বিধ্বস্ত এলাকায় হেলিকপ্টার পরিদর্শনের পর।এন্টালিয়া প্রদেশে কমপক্ষে শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ২ হাজারেরও বেশি খামার পশু মারা গিয়েছে, তুরস্কের কৃষি ও বন মন্ত্রী বেকির পাকদেমিরলি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন। 

Pages