বিবিপি নিউজ: রাজ্যে ফের একদিনে করোনা সংক্রমণ নিন্মমুখী। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা সংক্রমিতের সংখ্যা ৭০১ জন। যা শনিবারের চেয়ে ৬৮ জন কম। রবিবার মৃত্যু হল ১৩ জনের। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও ঘটনা উত্তরবঙ্গে ঘটেনি। অন্যদিকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় (৩)। এখনও সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জেলা।
রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৭০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময় করোনাকে হারিয়ে। সুস্থ হয়েছে ৮২৭ জন। গোটা রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৩ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৭৪-এ। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৯৮.০৯ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় ৪৩ হাজার ৬১৭ টি নমুনা পরীক্ষা হয়েছে রাজ্যে।
