ভারীবর্ষণে জলমগ্ন এলাকা, ড্রেনে ডুবুরি নামিয়ে উদ্ধার বালির বস্তা, ইঁট, লেপ, তোষক - BBP NEWS

Breaking

রবিবার, ১ আগস্ট, ২০২১

ভারীবর্ষণে জলমগ্ন এলাকা, ড্রেনে ডুবুরি নামিয়ে উদ্ধার বালির বস্তা, ইঁট, লেপ, তোষক



বিবিপি নিউজ: একটু জল হলেই শহর কলকাতার একাধিক এলাকায় জলমগ্ন হয়ে যায়। আর এই জল জমার জন্য দায়ী করা হয় শহরের ড্রেনেজ ব্যবস্থাকে। কিন্তু জল নামার প্রধান পথই যদি বন্ধ থাকে তাহলে কীভাবে জল সরবে এলাকা থেকে। আজ রবিবার কলকাতা পুরসভার ড্রেনে ডুবুরি নামিয়ে বের হচ্ছে একের পর এক বালির বস্তা, ইঁট, লেপ তোষক। এর জেরেই জল নিকাশি ব্যবস্থার এমন অবস্থা।কয়েক ঘন্টা টানা বৃষ্টি হলেই কলকাতা পুরসভার বিস্তীর্ণ এলাকা চলে যায় জলের তলায়। কোথাও কোথাও জল তাড়াতাড়ি নেমে গেলেও বহু জায়গায় নাগরিকদের জল যন্ত্রণা ভোগ করতে হয় টানা কয়েক দিন। সম্প্রতি পুরসভার বোরো ১৫ এর বিস্তীর্ণ এলাকায় একটু বৃষ্টিতে জল জমে যাচ্ছিল এবং সেই জল জমে থাকছিল দীর্ঘ সময় ধরে।কিন্তু পুরসভার হিসেব বলছে ওইসব এলাকায় অবস্থা এমন হওয়ার কথা নয়। নিকাশি ব্যবস্থা রয়েছে তাতে ভারী বৃষ্টিপাত হলে জল জমতে পারে। কিন্তু সেই জল তাড়াতাড়ি নেমে যাওয়ার কথা। এবারের বর্ষায় সেটা কোনও ভাবেই হচ্ছিল না। একই সঙ্গে কলকাতা পুরসভা লাগোয়া মহেশতলা পুরসভাতেও জল জমে মানুষের ভোগান্তি এবার চরমে পৌঁছেছে। রবিবার কলকাতা পুরসভার 80 নম্বর ওয়ার্ড এবং মহেশতলা পুরসভার এক নম্বর ওয়ার্ড সংলগ্ন রামনগরের টি জি রোডের উপর একাধিক জায়গায় ম্যানহোল খুলে ডুবুরি নামানো হয়। সেখান একটি ম্যানহোল থেকেই উদ্ধার হয়েছে ১৬টি বালির বস্তা। অন্য আরেকটি থেকে উদ্ধার হয়েছে লেপ, তোষক, বালিশ। আর সবগুলো থেকেই বেরিয়েছে অজস্র ইঁট। পুরসভার ডুবরি শহিদুল মোল্লা বলেন, 'ভেতরে দু'ফুট মত পাইপের মধ্যে জিনিসপত্র জমেছিল।'এইসব দেখে পুরসভার কর্তাদের চক্ষু চড়কগাছ। 

Pages