ক্ষুধার জ্বালায় মৃত্যুর মুখে ইথিওপিয়ায় লক্ষাধিক শিশু - BBP NEWS

Breaking

সোমবার, ২ আগস্ট, ২০২১

ক্ষুধার জ্বালায় মৃত্যুর মুখে ইথিওপিয়ায় লক্ষাধিক শিশু



বিবিপি নিউজ: আগামী এক বছরের মধ্যে ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের এক লাখের বেশি শিশু ক্ষুধার কারণে মারা যেতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। খাদ্যাভাব আর পুষ্টিহীনতায় যুদ্ধবিধ্বস্ত ইথিওপিয়ায় এই আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, দুই সপ্তাহ ধরে ওই অঞ্চলে খাদ্যবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ ওই অঞ্চলের মানুষের খাবার চাহিদা পূরণ করতে দৈনিক ১০০টি ট্রাক যাওয়া উচিত। এর ফলে অঞ্চলটিতে খাবার ফুরিয়ে গেছে এবং ৪ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের মুখে পড়তে চলেছে। এদিকে ইথিওপিয়ায় চলমান সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট মানবিক সঙ্কট নিরসনে জরুরি সাহায্য তহবিল গঠনের তাগিদ দিয়েছেন জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক শীর্ষ কর্মকর্তা। বর্তমানে দেশটির ৯০ ভাগ অর্থাৎ প্রায় ৫২ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। টাইগ্রে অঞ্চলে চলমান সংঘাতে এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

Pages