মৌসুমী মন্ডল
'পাশে আছি' সভ্যতার বৃহত্তম মিথ্যা
সোনার পাথর বাটির মতো ব্যাপার
একবিংশ শতকের শ্রেষ্ঠ প্রহসন
আদ্যোপান্ত ভণ্ডামি।
সুসভ্য আধুনিক সমাজে
পিতা মাতার স্থান নেই সন্তানের পাশে,
নিউক্লিয়ার পরিবারে একলা সন্তানের পাশে
নেই কোনো তুতো সম্পর্কের বন্ধন,
অনুপ্রাণিত হবার মতো ব্যক্তিত্ব নেই,
বিষাদ,বিয়োগ, বিচ্ছেদ, বিরহে
বিলাপ করার জন্য কাঁধ নেই পাশে।
মন খারাপের দুপুর ,দুঃসহ একাকী মধ্যরাতে
পাশে নেই মন হালকা করার সঠিক সুজন।
অসুখে বিসুখে রাত জাগার লোক নেই
দুঃখ ভোলাবার হাস্যরস নেই
নির্জন বিকেলে খেলার সাথী নেই
দুঃস্বপ্ন ভোলাবার স্বপ্নের ফেরিওয়ালা নেই
করোনা সম্বলিত এই ঘোর দুর্দিনে
প্যাকেটমোড়া শবদেহ জমে পাহাড়,
সৎকার করার শ্মশানবন্ধু নেই।
তারপরেও 'পাশে আছি' নিতান্ত হাস্যকর
যদি সাথে থাকে, হাতে থাকে, তা হলো
চালাক চতুর দুরন্ত চোখ জোড়া ফোন।
সম্পর্কগুলো চারা গাছের মতো
অযত্ন,অবহেলা, চর্চার অভাবে
ধীরে ধীরে শুকিয়ে যায়, লুপ্ত হয়।
আসলে পাশে থাকা অর্থ সশরীরে নয়
দিনান্তে একবার খবরাখবর 'সব ঠিক আছে তো'?
চোখের দেখা নাই বা হলো দূরভাষে সংযোগ রাখা,
সংক্ষিপ্ত সংলাপ সম্পর্কের মর্যাদা বাড়ায়।
পথ হারালে সুপরামর্শ দেওয়া
হাসি উপহার দিয়ে কান্না ভোলানো
একটা ছোট্ট মেসেজ হতে পারে
কারোর জীবনের বিশল্যকরণী।
'ভুল মানুষ মাত্রেরই হয়'
'সব ঠিক হয়ে যাবে'
'অসুবিধা হলে আমি তো আছি'- - - ইত্যাদি
আপ্তবাক্য শোনানোর উপযুক্ত মানুষ কোথায় ?
তারপরেও যখন শুনতে হয় 'পাশে আছি'
ফাঁপা বাক্য, আভিধানিক হয়েই থেকে যায়।।
তবুও এখনও বেঁচে আছি নিরন্তর নিশ্চুপ
আমরা অতিমারী থেকে বাঁচতে
নাক মুখ বেঁধেছি
চোখ কান মন খোলা
স্বচ্ছ দর্পণে সব প্রতিবিম্বিত হয়
আমরা পুণ্যতোয়া গঙ্গায় দেখেছি
লাশের সারি
আমাদের কানে এসে পৌঁছায়
অনর্গল বাজতে থাকা হুটারের শব্দ
আমাদের অন্তরে বেজেছে
স্বজন হারানোর শোক।
বেঁচে থাকার শাস্তি বোধহয় একেই বলে
মুখ বুজে সয়ে চলা
ফুসফুস দুটোকে বাঁচাতে
কত শত বসন্ত হয়নি কো দেখা , স্বেচ্ছা গৃহবাস
হাতে এক অতি দুরন্ত ডিজিটাল পৃথিবী
সেখানেই নিত্য আনাগোনা
রোজ হাজিরা দিতে আসি আর যাই
আমার উপস্থিতি বলে দেয় যেন -----
এখনও বেঁচে আছি,
নাম আছে জীবিতের তালিকায়।
এভাবেই চিরন্তন বন্ধনের হাতছানি দেয় সুদুর প্রান্তরে।।।
"স্বাধীনতা দিবস" উপলক্ষে লেখা আহ্বান।
** আপনার লেখা অপ্রকাশিত কবিতা, গল্প,
উপন্যাস,নাটক, ফিচার প্রভৃতি পাঠাতে পারেন।
** লেখা পাঠাবেন মোবাইল ফ্রন্ট/ মেইল বডি/ অভ্র
কিবোর্ডে।
** পিডিএফ,ডকুমেন্ট্স, ফটো, পিএনজি, ফাইলে
লেখা গ্রহন করা হবে না।
** লেখা পাঠানোর সময় আপনার ঠিকানা, ফোন
নাম্বার ও একটি ছবি পাঠাতে হবে।
** লেখা পাঠানোর শেষ তারিখ আগামী ১০-ই আগষ্ট
রাত ৯ টা পর্যন্ত।
** লেখা পাঠবেন 7003345558 (হোয়াটসঅ্যাপ) /
bbplive.news@gmil.com - ই-মেইল ঠিকানায়।
**উপরিউক্ত নিয়ম মেনে লেখা পাঠালে লেখা প্রকাশ
করা হবে। অন্যথায় লেখা বাতিল বলে গন্য করা
হবে।
