ভবানীপুরে প্রচারে নামবেন না বাবুল সুপ্রিয়, স্পষ্ট করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী - BBP NEWS

Breaking

শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ভবানীপুরে প্রচারে নামবেন না বাবুল সুপ্রিয়, স্পষ্ট করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী



বিবিপি নিউজ: রাজ্যের তিন বিধানসভা কেন্দ্র উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ তারিখ। এই তিন কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র কলকাতার ভবানীপুর। এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তৃনমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে সিপিএমের প্রার্থী আইনজীবী শ্রীজীব পাশাপাশি বিজেপির প্রার্থী হলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। গতকাল এই কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।তবে প্রার্থী প্রকাশের পর পরই প্রকাশ্যে আসে বিজেপির তারকা প্রচারকদের তালিকা। তাতে দেখা যায় বাবুল সুপ্রিয়র নাম। এর পরই শুরু হয় জল্পনা। ভবানীপুর উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকদের তালিকায় তাঁর নাম থাকলেও প্রচার করবেন না তিনি। স্পষ্ট জানিয়ে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় স্পষ্ট করেন, রাজনীতি থেকে সন্ন্যাস গ্রহণের যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা থেকে সরে আসার প্রশ্ন নেই।শুক্রবার গণেশ চতুর্থীর দিন ভবানীপুর উপনির্বাচনে প্রার্থীপদ ঘোষণা করে বিজেপি। প্রার্থী করা হয় তরুণ নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। রাজনীতির আঙিনায় বাবুলের দীর্ঘদিনের সহযোগী প্রিয়াঙ্কা। তাঁর প্রার্থীপদকে সমর্থন করে প্রকাশ্যে শুভেচ্ছাও জানান বাবুল। বলেন, তরুণ, উজ্জীবিত নেত্রীকে আমার শুভেচ্ছা। এর পরই প্রকাশ্যে আসে বিজেপির তারকা প্রচারকদের তালিকা। তাতে দেখা যায় বাবুল সুপ্রিয়র নাম। এর পরই শুরু হয় জল্পনা। তবে কি রাজনৈতিক সন্ন্যাস ভেঙে প্রচারের ময়দানে দেখা যাবে বাবুলকে?এদিন সন্ধ্যায় বাবুল জানান, তালিকায় নাম থাকলেও প্রচারে নামবেন না তিনি।

Pages