বিবিপি নিউজ: রাজ্যজুড়ে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মত সময় গড়াচ্ছে ততই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের পরিণত হচ্ছে। আজ শনিবার সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হওয়ায় গরম বেড়েছে। তবে বঙ্গোপসাগরের উত্তর ও মধ্যভাগে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নেবে রবিবার। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার অপেক্ষাকৃত মেঘলা আকাশ থাকলেও রবিবার রাত থেকেই ভারী বৃষ্টি শুর হবে। আজ ঘণ্টার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়।
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
