বিবিপি নিউজ: ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷ আজ গনেশ চতুর্থীর দিন বিজেপি-র পক্ষ থেকে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে৷ প্রিয়াঙ্কা গত বিধানসভা নির্বাচনে এন্টালি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন৷
উপ-নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই ভবানীপুরের বিজেপি প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কার নাম হাওয়ায় ভাসছিল৷ কারণ বিজেপি-র অনেক তাবড় নেতাই ভবানীপুরে প্রার্থী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন৷ গত দু' দিন ধরে ফেসবুকে কার্যত ভবানীপুরে উপনির্বাচনের জন্য নিজের সমর্থনে প্রচারও শুরু করে দিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ যা নিয়ে প্রশ্ন করা হলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জবাব ছিল, 'প্রতিপক্ষ যেখানে মুখ্যমন্ত্রী সেখানে যাকে তাকে প্রার্থী করা যায় না৷' বিজেপি রাজ্য সভাপতি আরও দাবি করেন, প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নাম দিল্লির কাছে পাঠানোও হয়নি৷যদিও শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই প্রিয়াঙ্কা টিবরেওয়ালকেই প্রার্থী করল বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব৷
