বিবিপি নিউজ: করোনা ভাইরাসের জেরে ফের বাতিল হয়ে গেল ম্যানচেস্টার টেস্ট৷ ভারতীয় শিবিরে করোনা হানার জেরে শুক্রবার প্রথম দিনের খেলা বাতিল করা হল৷ তার পর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়৷ ইংল্যান্ড বোর্ডের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের কারণে ভারতের পক্ষে দল নামানোই কঠিন৷ সেই কারণ এবং খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবেই ম্যাচ বাতিল করা হল৷ এই মুহূর্তে ২-১ ফলে সিরিজে এগিয়ে রয়েছে ভারত৷ ফলে পঞ্চম টেস্ট বাতিল হলে বিরাট কোহলিদেরই সিরিজ জয়ী ঘোষণা করার কথা৷
Following ongoing conversations with the BCCI, the ECB can confirm that the fifth LV= Insurance Test at Emirates Old Trafford, due to start today, will be cancelled.
— England Cricket (@englandcricket) September 10, 2021
