বিবিপি নিউজ: আজ সোমবার ভবানীপুর উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সঙ্গে রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এছাড়াও রয়েছেন অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ। প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সঙ্গে রয়েছেন তাঁর চিফ ইলেকশন এজেন্ট বিজেপি নেতা সজল ঘোষও।
মনোনয়ন পেশের আগে মন্দিরে পুজো দিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সেইসময় তাঁর সঙ্গে দেখা গেল বিজেপি নেত্রী মীনাদেবী পুরোহিতকেও। গোলবাড়ি মন্দির থেকে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারির সুরে প্রিয়াঙ্কা বলেন, 'ভবানীপুরে খেলার শেষ দেখে ছাড়ব'। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, 'মন্দিরে পুজো দিতে আসার কথা কাউকে জানায়নি। কিন্তু মানুষ আমার কাছে ছুটে আসছেন। মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। আমি মমতা ব্যানার্জির কাছেও ভোট চাইতে যাব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মায়ের বয়সি। ওনার কাছে গিয়ে বলব দিদি এবার আপনার মেয়ে দাঁড়িয়েছে আর্শীবাদ করুন।'
